2014/09/21

Hadith About Marriage | বিয়ের বিষয়ে সংগ্রহীত হাদিস


১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন –

কোন বান্দা যখন বিয়ে করলো, তখন সে তো দ্বীনের অর্ধেকটা পূর্ণ করে ফেললো। অতঃপর সে যেন অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে।

২) যে বিবাহে খরচ কম ও সহজ সে বিবাহই অধিক বরকতপূর্ণ

৩) তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্যঃ ১) আযাদী চুক্তিবদ্ধ গোলাম — যে তার রক্তমূল্য আদায় করতে চায়, ২) পবিত্রতার মানসে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি ৩) আল্লাহর পথের মুজাহিদ
 


Click Here

বিয়ের প্রস্তাবে করণীয় ও বর্জনীয় | Hadith About Marriage



 source - http://hadiseislam.blogspot.com

No comments:

Post a Comment